স্বপ্ন ছিলো-
কবি হবো
সকাল বেলার
রবি হবো
তোমার মনের
ছবি হবো।
স্বপ্ন ছিলো-
সাগর হবার
তোমার দেখার
আকাশ হবার
তোমার হাতে
হাতটা রাখার।
স্বপ্ন ছিলো-
আসবো উড়ে
তোমার মনের
গহীন পুরে
থাকবো তোমার
হৃদয় জুড়ে।
স্বপ্ন ছিলো-
তোমার হবো
সকাল বিকাল
কথা কবো
গাছের ছায়ায়
রাত কাটাবো।
স্বপ্ন আমার
মিথ্যা সবই
হলাম শেষে
আতেল কবি
কষ্টে আছি
ভীষণ খুবই।
তাড়াতাড়ি ফোন দিলো ও-
- হ্যালো দিবু, তুমি কবি হইলা কবে থেকে?
- এই সুন্দরবন, এই সুন্দর জল
মোরে আনিয়া দিয়াছে ছন্দ
আজি হতে আমি হয়ে যাবো তাঁর
স্বপ্নের জীবনানন্দ।
- কার জীবনানন্দ হবা?
- সেটা তো সিক্রেট। বলা যাবে না। হা হা হা।
- কিন্তু, তুমি নিজেকে আতেল কবি বললা কেনো?
- কবিরা আতেলই হয়। পরে কথা বলি।
- এতোটুকু বলেই লাইনটা কেটে দিলো দিবস।
অন্যপাশে কানে ফোনটা লেগেই থাকলো বৃষ্টির।
(চলবে.....)
ফ্যান্টাসি-২
(ফ্যান্টাসি সিরিজের দ্বিতীয় উপন্যাস আসছে শীঘ্রই)
Wadud Khan
Sadarpur, Faridpur
Sadarpur, Faridpur
লেখার সুযোগ দেবার জন্য ধন্যবাদ....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete