স্বপ্ন ছিল



স্বপ্ন ছিলো-
কবি হবো
সকাল বেলার
রবি হবো
তোমার মনের
ছবি হবো।



স্বপ্ন ছিলো-
সাগর হবার
তোমার দেখার
আকাশ হবার 
তোমার হাতে 
হাতটা রাখার।


স্বপ্ন ছিলো-
আসবো উড়ে
তোমার মনের
গহীন পুরে
থাকবো তোমার
হৃদয় জুড়ে।

স্বপ্ন ছিলো-
তোমার হবো
সকাল বিকাল
কথা কবো
গাছের ছায়ায়
রাত কাটাবো।







স্বপ্ন আমার
মিথ্যা সবই
হলাম শেষে
আতেল কবি
কষ্টে আছি
ভীষণ খুবই।


কবিতাটা পরপর তিনবার পড়লো বৃষ্টি। পড়েই একই সাথে মুগ্ধ ও বিস্মিত হলো ও। এতো সুন্দর ছন্দোবদ্ধ কবিতা লেখার প্রতিভা আছে দিবসের এটা জানা ছিলো না বৃষ্টির।

তাড়াতাড়ি ফোন দিলো ও-

- হ্যালো দিবু, তুমি কবি হইলা কবে থেকে?
- এই সুন্দরবন, এই সুন্দর জল
মোরে আনিয়া দিয়াছে ছন্দ
আজি হতে আমি হয়ে যাবো তাঁর
স্বপ্নের জীবনানন্দ।
- কার জীবনানন্দ হবা?
- সেটা তো সিক্রেট। বলা যাবে না। হা হা হা।
- কিন্তু, তুমি নিজেকে আতেল কবি বললা কেনো?
- কবিরা আতেলই হয়। পরে কথা বলি।
- এতোটুকু বলেই লাইনটা কেটে দিলো দিবস।

অন্যপাশে কানে ফোনটা লেগেই থাকলো বৃষ্টির।


(চলবে.....)


ফ্যান্টাসি-২
(ফ্যান্টাসি সিরিজের দ্বিতীয় উপন্যাস আসছে শীঘ্রই)



Wadud Khan
Sadarpur, Faridpur

Share:

2 comments:

  1. লেখার সুযোগ দেবার জন্য ধন্যবাদ....

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

Popular Posts

Recent Posts