এসো, ইংরেজি শিখি | ফ্রি ক্লাস অন ইংলিশ

এসো, ইংরেজি শিখি

আজকে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য শিখে ফেলি---

1) ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় /
যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল /
যেমন কুকুর, তেমন মুগুড় ।
⇨ Tit for tat.
2) তেলা মাথায় তেল দেয়া।
⇨To carry coal to Newcastle.
3) তিলকে তাল করা।
⇨ To make a mountain out of a mole hill.
4) দশের লাঠি একের বোঝা /
রাই কুঁড়িয়ে বেল।
⇨ Many a pickle ( OR, little) makes a mickle.
5) দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না।
⇨ Blessings are not valued till they are gone.
6) দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
⇨ Better an empty house than a bad (OR, an ill) tenant.
7) ধরি মাছ না ছুঁই পানি।
⇨ A cat loves fish but is loath to wet her feet.
8) নাই মামার চেয়ে কানা মামা ভালো।
⇨ Something is better than nothing.
9) সবুরে মেওয়া ফলে।
⇨ Patience is bitter, but its fruit is sweet.
10) নাচতে না জানলে উঠান বাঁকা।
⇨ A bad workman quarrels with his tools.
11) নানা মুনির নানা মত।
⇨ Many men, many minds.
12) নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
⇨ To cut off one’s nose to spite one’s face.
13) পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে।
⇨ Harm hatch, harm catch.
14) পাননা তাই খাননা / আঙ্গুর ফল টক।
⇨The grapes are sour.
15) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
⇨ Ill got ill spent.
16) পেটে খেলে পিঠে সয়।
⇨ Give me roast meat and beat me with the spit.
17) বিনা মেঘে বজ্রপাত।
⇨ A bolt from the blue.
18) বসতে পেলে শুতে চায়।
⇨ Give him an inch, and he will take an ell.
19) বজ্র আঁটুনি ফস্কা গিরো।
⇨ The more laws, the more offenders.
20) বামুন গেলো ঘর তো লাঙ্গল তুলে ধর।
⇨When the cat is away, the mice will play.

(চলবে....)
Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts