ক্লাস অন টেনস (Class on Tense)

আমরা বাংলায় (কিংবা অন্য কোনো ভাষায়) যে কথাই বলি না কেন- সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে। 

অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ।



‘অতীত’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ল/ম’ থাকবে। যেমন: এসেছিল/ গিয়েছিল/ এসেছিলাম/ গিয়েছিলাম- ইত্যাদি।
‘ভবিষ্যৎ’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ব’ থাকবে। যেমন: যাব/ খাব/ যেতে থাকবে/ খেতে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।
‘ল/ম+ব’ ছাড়া যা আছে সবই 'বর্তমান' কাল। যেমন: যাই/ যাচ্ছি/ গিয়েছি/ যায়/ যাচ্ছে/ গিয়েছে- ইত্যাদি।

Class on Tense


Tense হলো বারো প্রকার। যথা:- 

  • Present indefinite tense; Past indefinite tense; Future indefinite tense
  • Present continuous tense; Past continuous tense; Future continuous tense
  • Present perfect tense; Past perfect tense; Future perfect tense
  • Present perfect continuous tense; Past perfect continuous tense; Future perfect continuous tense

নিচের বাক্যগুলো কয়েকবার পড়। দেখো- একটা বাক্য আরেকটি  বাক্য থেকে আলাদা। সূক্ষ্ম পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যের জন্যে tense-এর পরিবর্তন হয়।

আমি ভাত খাই। আমি ভাত খাচ্ছি। আমি ভাত খেয়েছি। আমি আধা ঘণ্টা ধরে ভাত খাচ্ছি।
আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাওয়ার পূর্বে সে এখানে আসলো। আমি আধা ঘণ্টা ধরে ভাত খাচ্ছিলাম।  
আমি ভাত খাবো। আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেয়ে থাকবো। আমি দুই ঘণ্টা ধরে ভাত খেতে থাকবো।

উপরের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করতে হলে তোমাকে বারোটি tense- এর গঠন প্রণালী চিনবার উপায়সহ মুখস্থ করতে হবে।
এখন বারোটি tense- এর বিস্তারিত আলোচনা করছি। এই আলোচনা পড়ে আমরা উপরের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবো।

1. Present Indefinite Tense: কর্তা বর্তমানে কিছু করে বুঝায়। ক্রিয়াপদের শেষে ই/ য়/ ও/ এ- ইত্যাদি থাকে।

গঠনঃ  Subject + Verb-এর Present form + ...............................................

উদাহরণঃ  


  1. আমি ভাত খাই = I eat rice.
  2. সে ঘুমায় = He sleeps. (subject 3rd person singular number হলে verb-এর সাথে s/ es যোগ হয়)
  3. শিশুটি কান্না করে = The baby cries.
  4. ছেলেটি প্রতিদিন কলেজে যায় = The boy goes to college regularly.

Negative করতে গেলে- Sub + do not/ does not + Verb (1st) + ........................ হবে। 

যেমন:-

  1. আমি ভাত খাই না = I do not eat rice.
  2. সে ভাত খায় না = He does not eat rice. (subject 3rd person singular number হলে does not হয়)

2. Present Continuous Tense: কর্তা কিছু করছে (করতেছে/ করিতেছে) বুঝায়। বাংলা ক্রিয়াপদগুলো সাধারণত এমন থাকে- যাচ্ছি/ খাচ্ছি/ দেখছি/ শুনছি/ খেলছে/ ধরছে/ হাসছে/ কাঁদছে- ইত্যাদি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে/ চলিতেছে বুঝায়। 

গঠনঃ Subject + am/ is/ are + Verb-এর সাথে ing + ...................................
Negative হলে: ..................... am not/ is not/ are not হবে........................  

উদাহরণঃ 


  1. আমি স্কুলে যাচ্ছি = I am going to school.
  2. সে একটা বই পড়ছে = He is reading a book.
  3. তারা ভাত খাচ্ছে = They are eating rice.
  4.  আমি আজ কলেজে যাচ্ছি না = I am not going to college today.

3. Present Perfect Tense: কর্তা কিছু করেছে বুঝায়। কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে। ক্রিয়াপদের শেষে এছ/ এছি/ এছে/ এছেন- যেমনঃ খেয়েছি/ গিয়েছি/ শুনেছি/ শুনেছে/ শুনেছেন- ইত্যাদি। সাধু ভাষায়- ইয়াছ/ ইয়াছি/ ইয়াছে/ ইয়াছেন হয়- যেমনঃ খাইয়াছি/ গিয়াছি/ শুনিয়াছি ইত্যাদি।

গঠনঃ Subject + have/ has + Verb-এর past participle + .............................
Negative হলে: ..................... have not/ has not ........................

উদাহরণঃ 


  1. আমি ভাত খেয়েছি = I have eaten rice.
  2. সে স্কুলে গিয়েছে = He has gone to school.
  3. আমি একটা চাকুরি পেয়েছি = I have got a job.

4. Present Perfect Continuous Tense: কর্তা কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে কিছু করছে বুঝায়।

হতে/ থেকে থাকলে হয় since
আর ধরে/ যাবত থাকলে হয় for

গঠনঃ Subject + have been/ has been + Verb (ing) + .............. + since/ for + Time Period

উদাহরণঃ 


  1. সকাল থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.
  2.  আমি দুই ঘণ্টা ধরে তোমার জন্যে অপেক্ষা করছি = I have been waiting for you for two hours.
  3.  ছেলেরা তিন ঘণ্টা যাবত ক্রিকেট খেলছে = The boys are playing cricket for three hours.

খন উপরের Tens-গুলো গঠনসহ আবার পড়। তারপর নিচের বাক্যগুলোর ইংরেজি করো:


  1. ছেলেটি গান গায় =
  2. মেয়েটি পরীক্ষায় পাশ করেছে =
  3. আমি ঢাকা গিয়েছি =
  4. তিন ঘণ্টা ধরে  সে পুকুরে সাঁতার কাটছে =
  5. আমি একটি কবিতা লিখেছি =
  6. সে একটা বই কিনেছে =
  7. তারা এখন ব্যপারটা নিয়ে চিন্তা করছে =
  8. আমি তার সাথে কথা বলেছি =
  9. সে আমাকে একটা খুদে বার্তা পাঠিয়েছে =
  10. সে মাছ ধরে না =

5. Past Indefinite Tense: কর্তা কিছু করেছিল বুঝায়। কাজটি একেবারে শেষ হয়েছিল বুঝায় যার ফল এখন আর নেই। ক্রিয়াপদগুলো সাধারণত এমন হয়- গিয়েছিলাম/ খেয়েছিলাম/ গিয়েছিল/ খেয়েছিল- ইত্যাদি।

গঠনঃ Subject + Verb-এর past form + ..................................
Negative হলে: Subject + did not + Verb-এর present form + ....................

উদাহরণঃ 


  1. আমি ভাত খেয়েছিলাম = I ate rice.
  2. আমি ঢাকা গিয়েছিলাম = I went to Dhaka.
  3. সে আমার কাছে এসেছিল = He came to me.
  4.  আমি ঢাকা যাই নি/ নাই = I did not go to Dhaka.

6. Past Continuous Tense: কর্তা কিছু করছিল (করিতেছিল) বুঝায়। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল/ চলিতেছিল বুঝায়। যেমনঃ যাচ্ছিলাম/ খাচ্ছিলাম/ যাচ্ছিল/ খাচ্ছিল/ খেলছিল/ ধরছিল ইত্যাদি।

গঠনঃ Subject + was/ were + Verb (ing) + ...........................
Negative হলে: ................. was not/ were not ........................

উদাহরণঃ 


  1. আমি ভাত খাচ্ছিলাম = I was eating rice.
  2. সে একটা পাখি ধরছিল = He was catching a bird.
  3. আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম = I was waiting for you.
  4. বৃষ্টি হচ্ছিল = It was raining.
  5. তারা ফুটবল খেলছিল = They were playing football.

7. Past Perfect Tense: অতীতে দুটি কাজ হয়েছিল। একটি কাজ আগে। অন্য কাজটি পরে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সেটি Past Perfect Tense আর যে কাজটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense হবে। বাক্যের মাঝখানে বসবে before/ after. আগে/ পূর্বে বুঝালে before বসে। আর পরে বুঝালে হয় after.

Past Perfect Tense + before + Past Indefinite Tense
Past Indefinite Tense + after + Past Perfect Tense = Subjecct + had + Verb (3) +.............


উদাহরণঃ 


  1. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল = The patient had died + before + the doctor came.
  2. ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল = The patient died + after + the doctor had come.
  3. আমি যাওয়ার পরে সে এখানে আসলো = He came here + after + I had gone.

8. Past Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করছিল (করিতেছিল) বুঝায়।

গঠনঃ Subject + had been + Verb (ing) + ............ since/ for + Time Period

উদাহরণঃ


  1. তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল = It had been raining for three hours.
  2. আমি সোমবার থেকে অপেক্ষা করছিলাম = I had been waiting since Monday.
  3. তারা দুই ঘণ্টা যাবত সাঁতার কাটছিল = They had been swimming for two hours.

এখন উপরের সবগুলো Tense পাঁচবার পড়ো। তারপর, নিচের বাক্যগুলোর ইংরেজি করো:- 


  1. সে তিনদিন ধরে জ্বরে ভুগছে =
  2. আমি চেষ্টা করছি =
  3. সে চাকুরি পেতে চেষ্টা করেছিল =
  4. আমি একটি পাখি দেখি =
  5. আমি ক্রিকেট খেলি না =
  6. সে বাংলা বুঝে না =
  7. আমি সেদিন কলেজে যাই নি =
  8. সে সকাল থেকে বইটি পড়ছিল =
  9. আমি পাঁচ বছর যাবত এই গ্রামে বাস করছি =
  10. আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি =

9. Future Indefinite Tense: কর্তা কিছু করবে বুঝায়। যেমনঃ খাবো/ যাবো/ দেখবো/ শুনবো- ইত্যাদি।

গঠনঃ Subject + shall/ will + Verb (1st) + ......................
Negative হলে........... shall not/ will not ......................

উদাহরনঃ 


  1. আমি কলেজে যাবো = I will go to college.
  2. সে একটি কলম কিনবে = He will buy a pen.
  3. তারা ক্রিকেট খেলবে = They will play cricket.
  4. সে গান গাইবে না = He will not sing a song.

10. Future Continuous Tense : কর্তা কিছু করতে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝায়। যেমনঃ যেতে থাকবো/ খেতে থাকবো/ যেতে থাকবে/ খেতে থাকবে- ইত্যাদি। ক্রিয়াপদে সাধারণত ‘ত+ব’ থাকে।

গঠনঃ Subject + shall be/ will be + Verb (ing) + .........................
Negative হলে: .................. shall not be/ will not be ........................

উদাহরণঃ 



  1. আমি বইটি পড়তে থাকবো = I will be reading the book.
  2. সে ঢাকা যেতে থাকবে = He will be going to Dhaka.
  3. আমি তোমার জন্যে অপেক্ষা করতে থাকবো = I will be waiting for you.

11. Future Perfect Tense: কর্তা কোনো কাজ করে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ করে থাকবে বুঝায়। যেমনঃ গিয়ে থাকবো/ শুনে থাকবো/ গিয়ে থাকবে/ শুনে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।

গঠনঃ Subject + shall have/ will have + Verb-এর past participle + .............................

উদাহরণঃ 


  1. আমি ঢাকা পৌছে থাকবো = I will have reached Dhaka.
  2. সে পরীক্ষায় পাশ করে থাকবে = He will have passed in the exam.
  3. আমি ভাত খেয়ে থাকবো = I will have eaten rice.

12. Future Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করতে থাকবে বুঝায়।

গঠনঃ Subject + shall have been/ will have been + Verb (ing) + ............ since/ for + Time Period

উদাহরণঃ 


  1. আমি তিনদিন যাবত বইটি পড়তে থাকবো = I will have been reading the book for three days.
  2. সকাল থেকে বৃষ্টি হতে থাকবে = It will have been raining since morning.

এখন, উপরের বারোটি tense কমপক্ষে দশবার পড়ো। তারপর, নিচের বাক্যগুলোর ইংরেজি করো:-  


  1.  সে আজ কলেজে যাবে না =
  2. আমি তাকে চিনি না =
  3. সে বইটা কিনেছে =
  4. আমরা আগামীকাল ফরিদপুর যাব =
  5. সে পরীক্ষায় ফেল করেছিল =
  6. সে আমাকে সাহায্য করেছিল =
  7. আমি লন্ডন গিয়ে থাকবো =
  8. সে এখানে আসার পরে আমি ঢাকা গেলাম =
  9. তারা আলোচনা করছিল =
  10. শিশুটি কান্না করছিল =
  11. ছেলেটি হাসছে =
  12. আমি একটা নদী দেখেছি =
  13. সে গত বছর থেকে চাকুরি খুঁজছে =   
  14. আমি একটি উপন্যাস লিখেছিলাম =
  15. সে মনে প্রাণে চেষ্টা করছে =

যদি না শেষ করতে পারো টেনসের খেলা 
তাহলে গ্রামারের মাঠে খাবে বারবার ঠেলা 


নিচের টেবিলটি দেখুন। সবগুলো tense একসাথে উদাহরণসহ দেয়া হলো:- 



Name of Tense

Structure

Example

1. Present Indefinite Tense

Subject + Verb (present form) + Object/ Extention

He goes to college.

2. Present Continuous Tense

Subject + am/ is/ are + Verb (ing) + Object/ Extention

I am eating rice.

3. Present Perfect Tense

Subject + have/ has + Verb (past participe) + Object/ Extention

Huraira has finished his work.

4. Present Perfect Continuous Tense

Subject + have been/ has been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It has been raining since morning.

5. Past Indefinite Tens

Subject + Verb (past form) + Object/ Extention

He went to college.

6. Past Continuous Tense

Subject + was/ were + Verb (ing) + Object/ Extention

I was eating rice.

7. Past Perfect Tense

Subject + had + Verb (past participe) + Object/ Extention

Huraira had finished his work.

8. Past Perfect Continuous Tense

Subject + had been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It had been raining since morning.

9. Future Indefinite Tens

Subject + shall/ will + Verb (present form) + Object/ Extention

He will go to college.

10. Future Continuous Tense

Subject + shall be/ will be + Verb (ing) + Object/ Extention

I shall be eating rice.

11. Future Perfect Tense

Subject + shall have/ will have + Verb (past participe) + Object/ Extention

Huraira will have finished his work.

12. Future Perfect Continuous Tense

Subject + shall have been/ will have been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It will have been raining since morning.



Poet & Novelist

Share:

No comments:

Post a Comment

Popular Posts

Recent Posts