• This is default featured slide 1 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 2 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 3 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 4 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

  • This is default featured slide 5 title

    Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Showing posts with label English Class. Show all posts
Showing posts with label English Class. Show all posts

এসো, ইংরেজি শিখি | ফ্রি ক্লাস অন ইংলিশ

এসো, ইংরেজি শিখি

আজকে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য শিখে ফেলি---

1) ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয় /
যেমন বুনো ওল, তেমন বাঘা তেঁতুল /
যেমন কুকুর, তেমন মুগুড় ।
⇨ Tit for tat.
2) তেলা মাথায় তেল দেয়া।
⇨To carry coal to Newcastle.
3) তিলকে তাল করা।
⇨ To make a mountain out of a mole hill.
4) দশের লাঠি একের বোঝা /
রাই কুঁড়িয়ে বেল।
⇨ Many a pickle ( OR, little) makes a mickle.
5) দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না।
⇨ Blessings are not valued till they are gone.
6) দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
⇨ Better an empty house than a bad (OR, an ill) tenant.
7) ধরি মাছ না ছুঁই পানি।
⇨ A cat loves fish but is loath to wet her feet.
8) নাই মামার চেয়ে কানা মামা ভালো।
⇨ Something is better than nothing.
9) সবুরে মেওয়া ফলে।
⇨ Patience is bitter, but its fruit is sweet.
10) নাচতে না জানলে উঠান বাঁকা।
⇨ A bad workman quarrels with his tools.
11) নানা মুনির নানা মত।
⇨ Many men, many minds.
12) নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা।
⇨ To cut off one’s nose to spite one’s face.
13) পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে।
⇨ Harm hatch, harm catch.
14) পাননা তাই খাননা / আঙ্গুর ফল টক।
⇨The grapes are sour.
15) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
⇨ Ill got ill spent.
16) পেটে খেলে পিঠে সয়।
⇨ Give me roast meat and beat me with the spit.
17) বিনা মেঘে বজ্রপাত।
⇨ A bolt from the blue.
18) বসতে পেলে শুতে চায়।
⇨ Give him an inch, and he will take an ell.
19) বজ্র আঁটুনি ফস্কা গিরো।
⇨ The more laws, the more offenders.
20) বামুন গেলো ঘর তো লাঙ্গল তুলে ধর।
⇨When the cat is away, the mice will play.

(চলবে....)
Share:

আ প্যারাগ্রাফ অন "রোড এক্সিডেন্ট" | ওয়াদুদ খান

সড়ক দুর্ঘটার ছবি

Road Accidents


At present  (বর্তমানে), road accidents have become regular incidents (দৈনন্দিন ঘটনা) in all over the world (সারা পৃথিবীতে), especially (বিশেষ করে) in Bangladesh. It is increasing day by day  (দিনে দিনে বাড়ছে). Thousands of people are dying every year due to road accident (সড়ক দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার লোক মারা যাচ্ছে). Most of the road accidents take place (ঘটে) in the urban areas  ( শহর এলাকায়) and in the highways (মহাসড়কে). Buses, trucks, rickshaws, baby-taxies etc mainly cause road accidents.The causes of road accidents are reckless driving  (বেপরোয়া গাড়ি চালানো), brake failures of vehicles, over-taking of one vehicle by another, driving by unskilled (অদক্ষ) drivers. Another reason is violation of traffic rules ( ট্রাফিক নিয়মের লঙ্ঘ). Even the police cannot control     the traffic rule breakers (পুলিশ নিয়ম ভঙ্গকারীদের নিয়ন্ত্রণ করতে পারে না). They dash  (ধাক্কা দেয়) the small vehicles and cause accidents. Sometimes pedestrians (পথচারীরা) are crashed (দুর্ঘটনার শিকার হয়) under the wheels of heavy vehicles (ভারী যানবাহনের চাকার নিচে). Sometimes the speedy vehicles fall into the roadside ditch  (রাস্তার পাশের খাদে) or into the river and thus kill the passengers  (যাত্রীরা) on the spot (ঘটনাস্থলে). Many lives are nipped in the bud (অঙ্কুরে বিনষ্ট হয়). Many a family loses the only earning member (একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি). Many people become crippled (পঙ্গু). Road accidents make many children orphans (এতিম). Many wives become windows (বিধবা). This problem can be solved by all out efforts  (সর্বাাত্মক) from both the authority and the general people. To do so, first our general people have to be made aware (সচেতন). The drivers have to be skilled and they also have to avoid their overtaking tendency (ওভারটেক করার প্রবনতা). And the authority should be more strict (আরও কড়া হতে হবে) to enforce the existing laws (বিদ্যমান আইন প্রয়োগের বেলায়). However, this problem should be solved by taking necessary (প্রয়োজনীয়) steps. Traffic rules should be imposed strictly (জোরালোভাবে প্রয়োগ করতে হবে). Radio and television can play a vital role  (রেডিও, টেলিভিশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে) in this regard.
Share:

ল্যাংস্টন হিউজের ( Langston Hughes) একটি অসাধারণ কবিতার সরল থিম | ওয়াদুদ খান

জেমস মার্সার ল্যাংস্টন হিউজ
(জন্ম: ১ ফেব্রুয়ারি, ১৯০২, মৃত্যু: ২২ মে, ১৯৬৭)

Dreams

By Langston Hughes 

Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.
Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow.

সরল থিম 
By Wadud Khan
Using very easy and lucid language, Hughes tries to define what a true dream is. Dreams habitually come while we are fast asleep. But these dreams are not dreams at all. True dreams are those which actually take away our sleep. If a person desires to reach his vision and mission, he/she should have a dream. Dream is a mental energy, an inner inspiration. If a person doesn't have any dream, he/she is just like a wingless bird which cannot fly and cannot enjoy freedom. So, human beings should hold fast to dreams. Life becomes like a barren field if there is no true dream. A person loses his hope, ambition, future, career if he/she does not possess any dream. Dream is a will power, a mental strength which moves a person forward. 

Share:

ইয়েটসের একটি বিখ্যাত কবিতার থিম | ওয়াদুদ খান

উইলিয়াম বাটলার ইয়েটস

মূল কবিতা: 

The Lake Isle of Innisfree
I will arise and go now, and go to Innisfree,
And a small cabin build there, of clay and wattles made;
Nine bean-rows will I have there, a hive for the honey-bee,
And live alone in the bee-loud glade.

And I shall have some peace there, for peace comes dropping slow,
Dropping from the veils of the morning to where the cricket sings;
There midnight’s all a glimmer, and noon a purple glow,
And evening full of the linnet’s wings.

I will arise and go now, for always night and day
I hear lake water lapping with low sounds by the shore;
While I stand on the roadway, or on the pavements grey,
I hear it in the deep heart’s core.

কবিতার থিম: 

BY WADUD KHAN (khanwadud2@gmail.com)

W.B. Yeats, at the beginning of this peom, makes a decision to leave the busy city life. He wants to arise and go now. He has decided to make the break from modern society and go to a place he loves, Innisfree. He decides to build a cabin of clay and wattles to live in there. He imagines his garden with exactly nine rows for growing beans, and he wants to have a beehive for honey. He then will live alone in the bee-loud glade. Here Yeats wonderfully expresses that all he will hear is the loud drone of bees, not the drone of civilization. There will be no stress, no noise, no tiresome activities. Peace will come here slowly. From the time the morning dawns until the evening when the cricket sings, there will be unmixed pleasure.  
Share:

১০০টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়...

✪ What’s up - কি খবর?
✪ Carry on - চালিয়ে যাও
✪ Wow - বাহ, দারুন তো
✪ My goodness! - একি!
✪ How come - কি ব্যাপার?
✪ What a mess! - কি এক ঝামেলা!
✪ Oh shit - ধ্যাত্তেরি
✪ Yes, go on - হ্যা, বলতে থাক
✪ Oh dear! - বলো কী! 
✪ Hi guys - হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! - এ হতে পারেনা!
✪ Pay attention! - মনোযোগ দিন!
✪ Definitely – অবশ্যই
✪ Let it pass - ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off - আমি গেলাম।
✪ It’s your turn - এবার তোমার পালা
✪ As if - যেন, কি যে হতো
✪ Damn it! - চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ so so - মোটামোটি
✪ So be it - তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see - আরে তুমি যে!
✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ Excuse me - এই যে শুনুন
✪ Not a bit - একটুও না
✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার 
✪ Next to nothing - বলতে গেলে কিছুই না
✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ Thats right - ঠিক বলেছেন
✪ To be frank - খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased - সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! - আপনার দয়া।
✪ Anybody home? - বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet - চুপ কর
✪ No entrance - প্রবেশ নিষেধ
✪ It’s enough - যথেষ্ট হয়েছ
✪ What happened - কি হয়েছে
✪ What an idea! - কি বুদ্ধি!
✪ Well done - সাবাশ
✪ Indeed! - সত্যি!
✪ How peaceful! - কি শান্ত!
✪ Get lost - বিদায় হোন।
✪ Let me see - আমাকে দেখতে দাও
✪ Oh sure - ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bullshit! – বাজে কথা
✪ But who cares! - কে ধারধারে!
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so - আমি তাই মনে করি
✪ Calm down - শান্ত হও
✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই 
✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
✪ If you do case - যদি আপনি চান
✪ Have a good day - ভাল একটি দিন কাটাও।
✪ Let’s sit somewhere - চল কোথাও বসি
✪ So far so good - এ পর্যন্ত সবই ভালো
✪ I tend to think – আমার কেন যেন মনে হয়।
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ I don’t mind – আমি কিছু মনে করি না।
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ Keep your word – তোমার কথা রেখো।
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Whatever (you want) – তুমি যা চাও।
✪ Whatever you do? – তুমি যা কর।
✪ Why should I care? – কেন আমি পরোয়া করব?
✪ Something else – অন্য কিছু।
✪ Nothing else – অন্য কিছুই না।
✪ Talk sense - চিন্তা করে কথা বল 
✪ Don’t say anymore – আর কিছু বলো না।
✪ Forget it - ও ভুলে যাও। 
✪ What a pity- কি দু:খজনক ।
✪ Hold on - লাইনে থাকুন
✪ Do it at once! - এক্ষুনি কর!
✪ Speak with care - সাবধানে কথা বল।
✪ How strange! - কি অদ্ভুত!
✪ By the grace of Allah - আল্লাহার রহমতে
✪ How absurd! - কি বাজে বকছো!
✪ Good riddance! - যাক বাচা গেল!
✪ Just for asking - চাইলেই পাওয়া যায়
✪ Stand in queue - লাইনে দাঁড়ান
✪ No smoking - ধূমপান নিষেধ
✪ Let me digress - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক 
✪ I swear I will - কসম আমি করব ।
✪ I give up - আমি ছেড়ে দিয়েছি ।
✪ Pardon me - ক্ষমা করো।
✪ It’s sound good - তোমার কথা ভালো লাগছে।
✪ On the other hand - অপর পক্ষে 

(collected from Internet
Share:

ক্লাস অন টেনস (Class on Tense)

আমরা বাংলায় (কিংবা অন্য কোনো ভাষায়) যে কথাই বলি না কেন- সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে। 

অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ।



‘অতীত’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ল/ম’ থাকবে। যেমন: এসেছিল/ গিয়েছিল/ এসেছিলাম/ গিয়েছিলাম- ইত্যাদি।
‘ভবিষ্যৎ’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ব’ থাকবে। যেমন: যাব/ খাব/ যেতে থাকবে/ খেতে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।
‘ল/ম+ব’ ছাড়া যা আছে সবই 'বর্তমান' কাল। যেমন: যাই/ যাচ্ছি/ গিয়েছি/ যায়/ যাচ্ছে/ গিয়েছে- ইত্যাদি।

Class on Tense


Tense হলো বারো প্রকার। যথা:- 

  • Present indefinite tense; Past indefinite tense; Future indefinite tense
  • Present continuous tense; Past continuous tense; Future continuous tense
  • Present perfect tense; Past perfect tense; Future perfect tense
  • Present perfect continuous tense; Past perfect continuous tense; Future perfect continuous tense

নিচের বাক্যগুলো কয়েকবার পড়। দেখো- একটা বাক্য আরেকটি  বাক্য থেকে আলাদা। সূক্ষ্ম পার্থক্য আছে। এই সূক্ষ্ম পার্থক্যের জন্যে tense-এর পরিবর্তন হয়।

আমি ভাত খাই। আমি ভাত খাচ্ছি। আমি ভাত খেয়েছি। আমি আধা ঘণ্টা ধরে ভাত খাচ্ছি।
আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খাচ্ছিলাম। আমি ভাত খাওয়ার পূর্বে সে এখানে আসলো। আমি আধা ঘণ্টা ধরে ভাত খাচ্ছিলাম।  
আমি ভাত খাবো। আমি ভাত খেতে থাকবো। আমি ভাত খেয়ে থাকবো। আমি দুই ঘণ্টা ধরে ভাত খেতে থাকবো।

উপরের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করতে হলে তোমাকে বারোটি tense- এর গঠন প্রণালী চিনবার উপায়সহ মুখস্থ করতে হবে।
এখন বারোটি tense- এর বিস্তারিত আলোচনা করছি। এই আলোচনা পড়ে আমরা উপরের বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবো।

1. Present Indefinite Tense: কর্তা বর্তমানে কিছু করে বুঝায়। ক্রিয়াপদের শেষে ই/ য়/ ও/ এ- ইত্যাদি থাকে।

গঠনঃ  Subject + Verb-এর Present form + ...............................................

উদাহরণঃ  


  1. আমি ভাত খাই = I eat rice.
  2. সে ঘুমায় = He sleeps. (subject 3rd person singular number হলে verb-এর সাথে s/ es যোগ হয়)
  3. শিশুটি কান্না করে = The baby cries.
  4. ছেলেটি প্রতিদিন কলেজে যায় = The boy goes to college regularly.

Negative করতে গেলে- Sub + do not/ does not + Verb (1st) + ........................ হবে। 

যেমন:-

  1. আমি ভাত খাই না = I do not eat rice.
  2. সে ভাত খায় না = He does not eat rice. (subject 3rd person singular number হলে does not হয়)

2. Present Continuous Tense: কর্তা কিছু করছে (করতেছে/ করিতেছে) বুঝায়। বাংলা ক্রিয়াপদগুলো সাধারণত এমন থাকে- যাচ্ছি/ খাচ্ছি/ দেখছি/ শুনছি/ খেলছে/ ধরছে/ হাসছে/ কাঁদছে- ইত্যাদি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে/ চলিতেছে বুঝায়। 

গঠনঃ Subject + am/ is/ are + Verb-এর সাথে ing + ...................................
Negative হলে: ..................... am not/ is not/ are not হবে........................  

উদাহরণঃ 


  1. আমি স্কুলে যাচ্ছি = I am going to school.
  2. সে একটা বই পড়ছে = He is reading a book.
  3. তারা ভাত খাচ্ছে = They are eating rice.
  4.  আমি আজ কলেজে যাচ্ছি না = I am not going to college today.

3. Present Perfect Tense: কর্তা কিছু করেছে বুঝায়। কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে। ক্রিয়াপদের শেষে এছ/ এছি/ এছে/ এছেন- যেমনঃ খেয়েছি/ গিয়েছি/ শুনেছি/ শুনেছে/ শুনেছেন- ইত্যাদি। সাধু ভাষায়- ইয়াছ/ ইয়াছি/ ইয়াছে/ ইয়াছেন হয়- যেমনঃ খাইয়াছি/ গিয়াছি/ শুনিয়াছি ইত্যাদি।

গঠনঃ Subject + have/ has + Verb-এর past participle + .............................
Negative হলে: ..................... have not/ has not ........................

উদাহরণঃ 


  1. আমি ভাত খেয়েছি = I have eaten rice.
  2. সে স্কুলে গিয়েছে = He has gone to school.
  3. আমি একটা চাকুরি পেয়েছি = I have got a job.

4. Present Perfect Continuous Tense: কর্তা কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে কিছু করছে বুঝায়।

হতে/ থেকে থাকলে হয় since
আর ধরে/ যাবত থাকলে হয় for

গঠনঃ Subject + have been/ has been + Verb (ing) + .............. + since/ for + Time Period

উদাহরণঃ 


  1. সকাল থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.
  2.  আমি দুই ঘণ্টা ধরে তোমার জন্যে অপেক্ষা করছি = I have been waiting for you for two hours.
  3.  ছেলেরা তিন ঘণ্টা যাবত ক্রিকেট খেলছে = The boys are playing cricket for three hours.

খন উপরের Tens-গুলো গঠনসহ আবার পড়। তারপর নিচের বাক্যগুলোর ইংরেজি করো:


  1. ছেলেটি গান গায় =
  2. মেয়েটি পরীক্ষায় পাশ করেছে =
  3. আমি ঢাকা গিয়েছি =
  4. তিন ঘণ্টা ধরে  সে পুকুরে সাঁতার কাটছে =
  5. আমি একটি কবিতা লিখেছি =
  6. সে একটা বই কিনেছে =
  7. তারা এখন ব্যপারটা নিয়ে চিন্তা করছে =
  8. আমি তার সাথে কথা বলেছি =
  9. সে আমাকে একটা খুদে বার্তা পাঠিয়েছে =
  10. সে মাছ ধরে না =

5. Past Indefinite Tense: কর্তা কিছু করেছিল বুঝায়। কাজটি একেবারে শেষ হয়েছিল বুঝায় যার ফল এখন আর নেই। ক্রিয়াপদগুলো সাধারণত এমন হয়- গিয়েছিলাম/ খেয়েছিলাম/ গিয়েছিল/ খেয়েছিল- ইত্যাদি।

গঠনঃ Subject + Verb-এর past form + ..................................
Negative হলে: Subject + did not + Verb-এর present form + ....................

উদাহরণঃ 


  1. আমি ভাত খেয়েছিলাম = I ate rice.
  2. আমি ঢাকা গিয়েছিলাম = I went to Dhaka.
  3. সে আমার কাছে এসেছিল = He came to me.
  4.  আমি ঢাকা যাই নি/ নাই = I did not go to Dhaka.

6. Past Continuous Tense: কর্তা কিছু করছিল (করিতেছিল) বুঝায়। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল/ চলিতেছিল বুঝায়। যেমনঃ যাচ্ছিলাম/ খাচ্ছিলাম/ যাচ্ছিল/ খাচ্ছিল/ খেলছিল/ ধরছিল ইত্যাদি।

গঠনঃ Subject + was/ were + Verb (ing) + ...........................
Negative হলে: ................. was not/ were not ........................

উদাহরণঃ 


  1. আমি ভাত খাচ্ছিলাম = I was eating rice.
  2. সে একটা পাখি ধরছিল = He was catching a bird.
  3. আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম = I was waiting for you.
  4. বৃষ্টি হচ্ছিল = It was raining.
  5. তারা ফুটবল খেলছিল = They were playing football.

7. Past Perfect Tense: অতীতে দুটি কাজ হয়েছিল। একটি কাজ আগে। অন্য কাজটি পরে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সেটি Past Perfect Tense আর যে কাজটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense হবে। বাক্যের মাঝখানে বসবে before/ after. আগে/ পূর্বে বুঝালে before বসে। আর পরে বুঝালে হয় after.

Past Perfect Tense + before + Past Indefinite Tense
Past Indefinite Tense + after + Past Perfect Tense = Subjecct + had + Verb (3) +.............


উদাহরণঃ 


  1. ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল = The patient had died + before + the doctor came.
  2. ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল = The patient died + after + the doctor had come.
  3. আমি যাওয়ার পরে সে এখানে আসলো = He came here + after + I had gone.

8. Past Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করছিল (করিতেছিল) বুঝায়।

গঠনঃ Subject + had been + Verb (ing) + ............ since/ for + Time Period

উদাহরণঃ


  1. তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল = It had been raining for three hours.
  2. আমি সোমবার থেকে অপেক্ষা করছিলাম = I had been waiting since Monday.
  3. তারা দুই ঘণ্টা যাবত সাঁতার কাটছিল = They had been swimming for two hours.

এখন উপরের সবগুলো Tense পাঁচবার পড়ো। তারপর, নিচের বাক্যগুলোর ইংরেজি করো:- 


  1. সে তিনদিন ধরে জ্বরে ভুগছে =
  2. আমি চেষ্টা করছি =
  3. সে চাকুরি পেতে চেষ্টা করেছিল =
  4. আমি একটি পাখি দেখি =
  5. আমি ক্রিকেট খেলি না =
  6. সে বাংলা বুঝে না =
  7. আমি সেদিন কলেজে যাই নি =
  8. সে সকাল থেকে বইটি পড়ছিল =
  9. আমি পাঁচ বছর যাবত এই গ্রামে বাস করছি =
  10. আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি =

9. Future Indefinite Tense: কর্তা কিছু করবে বুঝায়। যেমনঃ খাবো/ যাবো/ দেখবো/ শুনবো- ইত্যাদি।

গঠনঃ Subject + shall/ will + Verb (1st) + ......................
Negative হলে........... shall not/ will not ......................

উদাহরনঃ 


  1. আমি কলেজে যাবো = I will go to college.
  2. সে একটি কলম কিনবে = He will buy a pen.
  3. তারা ক্রিকেট খেলবে = They will play cricket.
  4. সে গান গাইবে না = He will not sing a song.

10. Future Continuous Tense : কর্তা কিছু করতে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝায়। যেমনঃ যেতে থাকবো/ খেতে থাকবো/ যেতে থাকবে/ খেতে থাকবে- ইত্যাদি। ক্রিয়াপদে সাধারণত ‘ত+ব’ থাকে।

গঠনঃ Subject + shall be/ will be + Verb (ing) + .........................
Negative হলে: .................. shall not be/ will not be ........................

উদাহরণঃ 



  1. আমি বইটি পড়তে থাকবো = I will be reading the book.
  2. সে ঢাকা যেতে থাকবে = He will be going to Dhaka.
  3. আমি তোমার জন্যে অপেক্ষা করতে থাকবো = I will be waiting for you.

11. Future Perfect Tense: কর্তা কোনো কাজ করে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ করে থাকবে বুঝায়। যেমনঃ গিয়ে থাকবো/ শুনে থাকবো/ গিয়ে থাকবে/ শুনে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।

গঠনঃ Subject + shall have/ will have + Verb-এর past participle + .............................

উদাহরণঃ 


  1. আমি ঢাকা পৌছে থাকবো = I will have reached Dhaka.
  2. সে পরীক্ষায় পাশ করে থাকবে = He will have passed in the exam.
  3. আমি ভাত খেয়ে থাকবো = I will have eaten rice.

12. Future Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করতে থাকবে বুঝায়।

গঠনঃ Subject + shall have been/ will have been + Verb (ing) + ............ since/ for + Time Period

উদাহরণঃ 


  1. আমি তিনদিন যাবত বইটি পড়তে থাকবো = I will have been reading the book for three days.
  2. সকাল থেকে বৃষ্টি হতে থাকবে = It will have been raining since morning.

এখন, উপরের বারোটি tense কমপক্ষে দশবার পড়ো। তারপর, নিচের বাক্যগুলোর ইংরেজি করো:-  


  1.  সে আজ কলেজে যাবে না =
  2. আমি তাকে চিনি না =
  3. সে বইটা কিনেছে =
  4. আমরা আগামীকাল ফরিদপুর যাব =
  5. সে পরীক্ষায় ফেল করেছিল =
  6. সে আমাকে সাহায্য করেছিল =
  7. আমি লন্ডন গিয়ে থাকবো =
  8. সে এখানে আসার পরে আমি ঢাকা গেলাম =
  9. তারা আলোচনা করছিল =
  10. শিশুটি কান্না করছিল =
  11. ছেলেটি হাসছে =
  12. আমি একটা নদী দেখেছি =
  13. সে গত বছর থেকে চাকুরি খুঁজছে =   
  14. আমি একটি উপন্যাস লিখেছিলাম =
  15. সে মনে প্রাণে চেষ্টা করছে =

যদি না শেষ করতে পারো টেনসের খেলা 
তাহলে গ্রামারের মাঠে খাবে বারবার ঠেলা 


নিচের টেবিলটি দেখুন। সবগুলো tense একসাথে উদাহরণসহ দেয়া হলো:- 



Name of Tense

Structure

Example

1. Present Indefinite Tense

Subject + Verb (present form) + Object/ Extention

He goes to college.

2. Present Continuous Tense

Subject + am/ is/ are + Verb (ing) + Object/ Extention

I am eating rice.

3. Present Perfect Tense

Subject + have/ has + Verb (past participe) + Object/ Extention

Huraira has finished his work.

4. Present Perfect Continuous Tense

Subject + have been/ has been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It has been raining since morning.

5. Past Indefinite Tens

Subject + Verb (past form) + Object/ Extention

He went to college.

6. Past Continuous Tense

Subject + was/ were + Verb (ing) + Object/ Extention

I was eating rice.

7. Past Perfect Tense

Subject + had + Verb (past participe) + Object/ Extention

Huraira had finished his work.

8. Past Perfect Continuous Tense

Subject + had been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It had been raining since morning.

9. Future Indefinite Tens

Subject + shall/ will + Verb (present form) + Object/ Extention

He will go to college.

10. Future Continuous Tense

Subject + shall be/ will be + Verb (ing) + Object/ Extention

I shall be eating rice.

11. Future Perfect Tense

Subject + shall have/ will have + Verb (past participe) + Object/ Extention

Huraira will have finished his work.

12. Future Perfect Continuous Tense

Subject + shall have been/ will have been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period

It will have been raining since morning.



Poet & Novelist

Share:

Popular Posts

Recent Posts