অধঃপতিত ছেলের কাছে এক গ্রাম্য চাষাভুষা বাবার কাব্যিক চিঠি



ব্যাটা, যাহা শুনলাম তাহা কি ঠিক?

লেখাপড়া শিকেয় তুলে ঘুরছো দিক বিদিক।

ঢং ফং মেয়েদের পিছে নাকি ছুটছো?
বিড়ি টিড়ি খেয়ে চাপা নাকি ভাঙছো?
প্রেম ট্রেম করে নাকি খাচ্ছো ছ্যাকা ট্যাকা?
জলে নাকি ঢালছো আমার কষ্টের টাকা?
গরীবের ছাওয়াল হয়েও একি তোমার কাম?
তোমার মতো বাছুরের জন্যে ফেলে যাচ্ছি ঘাম।

ব্যাটা, যাহা শুনলাম আসলে কি তাহা ঠিক?
মোবাইলে পঞ্চাশ টাকা ভরছো নাকি দৈনিক?
বইয়ের বদলে নাকি পড়ে থাকো ফেসবুকে?
খবর শুনে মরছি আমি দেয়ালে মাথা ঠুকে।
এক মাইয়ার লগে নাকি রোজ করছো ডেটিং?
বাছুর থেকে হচ্ছো আবাল মাথায় গজাইছে শিং।
কলেজের বদলে নাকি উদ্যানে থাকো পড়ে?
আলেয়াকে আলো ভেবে মরছো ঘুরে ঘুরে।

ব্যাটা, যাহা বললাম তার সব যদি ঠিক হয়।
বুঝলাম তবে তোমার হয়েছে অবক্ষয়।
সাধের এ যৌবন তোমার থাকবে না বেশিদিন।
আজকের এই নিষিদ্ধ শান্তির জন্যে
সামনে কাদবা নিশিদিন।

গ্রাম্য চাষী

লেখা: ওয়াদুদ খান
সদরপুর, ফরিদপুর

Share:

2 comments:

  1. পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

    ReplyDelete
  2. Is there any paragraph on environment pollution?

    ReplyDelete

Popular Posts

Recent Posts