Water-logging |
-
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
-
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
Water-logging
কুরবানি (= ত্যাগ) (= Sacrifice)
সত্যি বলতে কি, বর্তমানে ইসলামের প্রকৃত চর্চা নেই বলে, কুরবানিকে আর ত্যাগ বলে মনে হয় না কারও। বরং লোক দেখানো এক অসুস্থ প্রতিযোগিতা বলে দৃশ্যমান হয়। সেলফিস্টিক হাতে নিয়ে গরুর গলা ধরে যখন কোনো মুসলিম তরুণ কিংবা তরুণী ফেসবুকে পিকচার আপলোড দেয়, তখন কুরবানির মর্মবাণীকে যেন উপহাসই করা হয়।
কিছু লোক নিজেদেরকে আরও ধনবান প্রমাণের আশায় উচ্চমূল্যে গরু কিনে কৌশলে জাহির করার ধান্দায় থাকে। কুরবানির হাটে কিংবা ঈদের মাঠে এঁদের সরব উপস্থিতি থাকলেও, দিনান্তে মসজিদে একবারও দেখা যায় না। নামাযের কথা বললে, এঁদের 'গ্যাস্ট্রিক, পেট ব্যথা' বেড়ে যায়। কুরবানির গরুর গলায় লাল মালা পরিয়ে মহল্লাতে চক্কর দেয়। কেউ জিজ্ঞেস না করলেও কৌশলে বলে, "দাদা, এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনলাম। কেমন হলো?"
কুরবানি মানে ত্যাগ, ভোগ নয় |
মনে রাখতে হবে, কুরবানির কবুলিয়াতের শর্ত হচ্ছে সহীহ নিয়্যত। অন্তরের খবর অবশ্যই আল্লাহ তা'আলা জানেন। এ বিষয়ে সন্দেহ থাকলে কুরবানি করার দরকার কী?
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন:-
﴿ لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ ٣٧ ﴾ [الحج: ٣٧]
অর্থাৎ, আল্লাহর কাছে ওগুলোর (কুরবানির পশুর) না গোশত পৌঁছে, আর না রক্ত পৌঁছে বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবে তিঁনি ওগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, এজন্য যে, তিঁনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, কাজেই সৎকর্মশীলদেরকে তুমি সুসংবাদ দাও। [সূরা হাজ্জ:৩৭]।
কুরবানির গোশত আল্লাহ তা'আলার কাছে পৌঁছে না। মানুষের কাছেই পৌঁছাবে। মানুষই খাবে। তাই বলে, যিনি কুরবানি দিচ্ছেন, তিনি একাই সারাবছর খাবেন, আর পাশের গরিব প্রতিবেশী ঈদের দিন গোশতের জন্য দ্বারে দ্বারে ঘুরবেন, তা তো নয়। আমার প্রতিবেশীর খোঁজ রাখার নৈতিক দায়িত্ব আমারই। তাকে কেন আমার দ্বারে আসতে হবে? আমি তার দ্বারে গিয়ে দিয়ে আসলে সমস্যা কোথায়?
আল্লাহ রাববুল ‘আলামীন বলেন-
﴿ فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ ٢٨ ﴾ [الحج: ٢٨]
‘অতঃপর তোমরা তা হতে আহার কর এবং দুঃস্থ, অভাবগ্রস্তকে আহার করাও।’ [সূরা হাজ্জ:২৮]।
একদম সাদামাটাভাবে বুঝা যাচ্ছে, যিনি কুরবানি দিবেন, তাঁর জন্য গোশত খেতে মোটেই আপত্তি নেই। খেতে যখন মহান আল্লাহ তা'আলা নিষেধ করছেন না, তখন সেটা মেনে নিতে সবাই বাধ্য। কিন্তু, 'দুঃস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও'- এই অংশের দিকে অনেকেরই দৃষ্টি থাকে না।
ঈদুল আযহার আগে ফ্রিজের বিক্রি বেড়ে যায়। এর কারণ, ধনাঢ্যরা কুরবানির গোশত সংরক্ষণ করতে চায়। অনেকে গর্ব করে বলেও থাকেন, "আরে, গত কুরবানির গোশত তো এই কুরবানিতেও শেষ হয়নি।" গোশত খাওয়াই যদি উদ্দেশ্য হবে, তবে কুরবানির দিন গরু যবেহ না করে, বছরের যেকোনো দিন করলেই হয়।
যারা বছরজুড়ে কুরবানির গোশত ফ্রিজিং করে খান, তাঁরা নিচের হাদিসটি দলীল হিসেবে পেশ করেন।
রাসূলুল্লাহ (সা.) কুরবানীর গোশত সম্পর্কে বলেছেন-
«كلوا وأطعموا وادخروا»
‘তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ কর।’ [বুখারী, হাদীস নং ৫৫৬৯; সহীহ মুসলিম, হাদীস নং ১৯৭১]
হাদিসে তো সংরক্ষণের কথা বলা আছে। তাহলে, সংরক্ষণ করলে দোষ কোথায়? দোষ নেই। হাদিসে এটাও আছে, 'অন্যকে আহার করাও'- সেদিকে দৃষ্টিপাত করেছেন কি? অন্যকে আহার করানোর পরে যদি সংরক্ষণ করতে চান, তবে না বলার সুযোগ নেই।
কেউ যদি, কুরবানির সবটুকু গোশত গরিব দুঃখীর মাঝে বণ্টন করে দেন, তাতেও কিন্তু ওলামায়ে কেরামের আপত্তি নেই (অবশ্যই ইসলামের দৃষ্টিতে)। এমনকি, ওলামায়ে কেরাম এটাও বলে থাকেন, আপনার প্রতিবেশী যদি বিধর্মী হয়, তাকেও কুরবানির গোশত দিতে পারবেন।
তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম কুরবানির গোশতকে তিনভাগে বণ্টন করতে পরামর্শ দেন-
১। গরিব-দুঃখীদের জন্য
২। নিজের আত্মীয় স্বজনের জন্য
৩। নিজের জন্য
আমরা প্রথম দুটি ভুলে গিয়ে, তিন নম্বরটি নিয়েই বেশি মগ্ন থাকি।
হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন নিয়্যতে কুরবানি করার তৌফিক দান করুন, যেটা আপনার কাছে গ্রহণযোগ্য। লোক দেখানো ইবাদত থেকে হিফাজত করুন।
আমীন!
লেখা ও গবেষণা
ওয়াদুদ খান
প্রভাষক, ইংরেজি বিভাগ
সদরপুর সরকারি কলেজ, ফরিদপুর
তথ্যসূত্র
কুরআন ও হাদিসের দলীলসমুহ ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।
A Rainy Day
Rain in Nature |
Kids Enjoying Rain |
বৃষ্টির দিনে কবি ভাব
-----------------------------
মন চায়- নিয়ে বৃষ্টি
করি সৃষ্টি
অমর কবিতা আজ
কিন্তু হায়- হাতের আঙুল
করে ভুল
থামে কবিতার কাজ.....
তবুও বৃষ্টি- ঝরে অবিরাম
'থাম থাম'
বলেও হয় না লাভ
হয় মিষ্টি- কিছুক্ষণ
আলাপন
চলে আসে কবি ভাব.....
তারিখ: ২৮ আগস্ট, ২০১৬
বর্ষণ মুখর সকাল।
[বি.দ্র. যারা ছন্দ মিলিয়ে কবিতা লিখতে চেষ্টা করেন, তাদের জন্য এই কবিতায় চিন্তার খোরাক আছে। কয়েকবার পড়েন। বুঝতে পারবেন।]
Written by
Wadud Khan
Lecturer, English
Sadarpur Govt College
ক্লাস অন টেনস (Class on Tense)
আমরা বাংলায় (কিংবা অন্য কোনো ভাষায়) যে কথাই বলি না কেন- সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে।
অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ।
Class on Tense |
- Present indefinite tense; Past indefinite tense;
Future indefinite tense
- Present continuous tense; Past continuous tense;
Future continuous tense
- Present perfect tense; Past perfect tense; Future
perfect tense
- Present perfect continuous tense; Past perfect
continuous tense; Future perfect continuous tense
- আমি ভাত খাই = I eat rice.
- সে ঘুমায় = He sleeps. (subject 3rd person singular number হলে verb-এর সাথে s/ es যোগ হয়)
- শিশুটি কান্না করে = The baby cries.
- ছেলেটি প্রতিদিন কলেজে যায় = The boy goes to college regularly.
Negative করতে গেলে- Sub + do not/ does not + Verb (1st) + ........................ হবে।
- আমি ভাত খাই না = I do not eat rice.
- সে ভাত খায় না = He does not eat rice. (subject 3rd person singular number হলে does not হয়)
- আমি স্কুলে যাচ্ছি = I am going to school.
- সে একটা বই পড়ছে = He is reading a book.
- তারা ভাত খাচ্ছে = They are eating rice.
- আমি আজ কলেজে যাচ্ছি না = I am not going to college today.
- আমি ভাত খেয়েছি = I have eaten rice.
- সে স্কুলে গিয়েছে = He has gone to school.
- আমি একটা চাকুরি পেয়েছি = I have got a job.
হতে/ থেকে থাকলে হয় since
- সকাল থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.
- আমি দুই ঘণ্টা ধরে তোমার জন্যে অপেক্ষা করছি = I have been waiting for you for two hours.
- ছেলেরা তিন ঘণ্টা যাবত ক্রিকেট খেলছে = The boys are playing cricket for three hours.
- ছেলেটি গান গায় =
- মেয়েটি পরীক্ষায় পাশ করেছে =
- আমি ঢাকা গিয়েছি =
- তিন ঘণ্টা ধরে সে পুকুরে সাঁতার কাটছে =
- আমি একটি কবিতা লিখেছি =
- সে একটা বই কিনেছে =
- তারা এখন ব্যপারটা নিয়ে চিন্তা করছে =
- আমি তার সাথে কথা বলেছি =
- সে আমাকে একটা খুদে বার্তা পাঠিয়েছে =
- সে মাছ ধরে না =
- আমি ভাত খেয়েছিলাম = I ate rice.
- আমি ঢাকা গিয়েছিলাম = I went to Dhaka.
- সে আমার কাছে এসেছিল = He came to me.
- আমি ঢাকা যাই নি/ নাই = I did not go to Dhaka.
- আমি ভাত খাচ্ছিলাম = I was eating rice.
- সে একটা পাখি ধরছিল = He was catching a bird.
- আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম = I was waiting for you.
- বৃষ্টি হচ্ছিল = It was raining.
- তারা ফুটবল খেলছিল = They were playing football.
Past Perfect Tense + before + Past Indefinite Tense
Past Indefinite Tense + after + Past Perfect Tense =
Subjecct + had + Verb (3) +.............
- ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল = The patient had died + before + the doctor came.
- ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল = The patient died + after + the doctor had come.
- আমি যাওয়ার পরে সে এখানে আসলো = He came here + after + I had gone.
- তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল = It had been raining for three hours.
- আমি সোমবার থেকে অপেক্ষা করছিলাম = I had been waiting since Monday.
- তারা দুই ঘণ্টা যাবত সাঁতার কাটছিল = They had been swimming for two hours.
- সে তিনদিন ধরে জ্বরে ভুগছে =
- আমি চেষ্টা করছি =
- সে চাকুরি পেতে চেষ্টা করেছিল =
- আমি একটি পাখি দেখি =
- আমি ক্রিকেট খেলি না =
- সে বাংলা বুঝে না =
- আমি সেদিন কলেজে যাই নি =
- সে সকাল থেকে বইটি পড়ছিল =
- আমি পাঁচ বছর যাবত এই গ্রামে বাস করছি =
- আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি =
- আমি কলেজে যাবো = I will go to college.
- সে একটি কলম কিনবে = He will buy a pen.
- তারা ক্রিকেট খেলবে = They will play cricket.
- সে গান গাইবে না = He will not sing a song.
গঠনঃ Subject + shall be/ will be + Verb (ing) + .........................
উদাহরণঃ
- আমি বইটি পড়তে থাকবো = I will be reading the book.
- সে ঢাকা যেতে থাকবে = He will be going to Dhaka.
- আমি তোমার জন্যে অপেক্ষা করতে থাকবো = I will be waiting for you.
- আমি ঢাকা পৌছে থাকবো = I will have reached Dhaka.
- সে পরীক্ষায় পাশ করে থাকবে = He will have passed in the exam.
- আমি ভাত খেয়ে থাকবো = I will have eaten rice.
গঠনঃ Subject + shall have been/ will have been + Verb (ing) + ............ since/ for + Time Period
উদাহরণঃ
- আমি তিনদিন যাবত বইটি পড়তে থাকবো = I will have been reading the book for three days.
- সকাল থেকে বৃষ্টি হতে থাকবে = It will have been raining since morning.
- সে আজ কলেজে যাবে না =
- আমি তাকে চিনি না =
- সে বইটা কিনেছে =
- আমরা আগামীকাল ফরিদপুর যাব =
- সে পরীক্ষায় ফেল করেছিল =
- সে আমাকে সাহায্য করেছিল =
- আমি লন্ডন গিয়ে থাকবো =
- সে এখানে আসার পরে আমি ঢাকা গেলাম =
- তারা আলোচনা করছিল =
- শিশুটি কান্না করছিল =
- ছেলেটি হাসছে =
- আমি একটা নদী দেখেছি =
- সে গত বছর থেকে চাকুরি খুঁজছে =
- আমি একটি উপন্যাস লিখেছিলাম =
- সে মনে প্রাণে চেষ্টা করছে =
যদি না শেষ করতে পারো টেনসের খেলা
তাহলে গ্রামারের মাঠে খাবে বারবার ঠেলা
নিচের টেবিলটি দেখুন। সবগুলো tense একসাথে উদাহরণসহ দেয়া হলো:-
Name of Tense | Structure | Example |
---|---|---|
1. Present Indefinite Tense | Subject + Verb (present form) + Object/ Extention | He goes to college. |
2. Present Continuous Tense | Subject + am/ is/ are + Verb (ing) + Object/ Extention | I am eating rice. |
3. Present Perfect Tense | Subject + have/ has + Verb (past participe) + Object/ Extention | Huraira has finished his work. |
4. Present Perfect Continuous Tense | Subject + have been/ has been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period | It has been raining since morning. |
5. Past Indefinite Tens | Subject + Verb (past form) + Object/ Extention | He went to college. |
6. Past Continuous Tense | Subject + was/ were + Verb (ing) + Object/ Extention | I was eating rice. |
7. Past Perfect Tense | Subject + had + Verb (past participe) + Object/ Extention | Huraira had finished his work. |
8. Past Perfect Continuous Tense | Subject + had been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period | It had been raining since morning. |
9. Future Indefinite Tens | Subject + shall/ will + Verb (present form) + Object/ Extention | He will go to college. |
10. Future Continuous Tense | Subject + shall be/ will be + Verb (ing) + Object/ Extention | I shall be eating rice. |
11. Future Perfect Tense | Subject + shall have/ will have + Verb (past participe) + Object/ Extention | Huraira will have finished his work. |
12. Future Perfect Continuous Tense | Subject + shall have been/ will have been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period | It will have been raining since morning. |
Poet & Novelist
ধোঁ ।।। য়া ।।। ( একটি অবক্ষয়ের চিত্র)
ক্লাস এইটে পড়ে শান্ত। নাম শান্ত হলেও, তাকে অশান্তই দেখতে লাগে। মাথার বাম পাশে চুল একদম গোড়া থেকে কাটা, আর ডান পাশের চুলগুলো লম্বা হয়ে ঢেকে ফেলেছে কান। যে কয়টা দাড়ি গজিয়েছে, যে কেউ চাইলে গুনে ফেলতে পারবে। এখনই সে 'আগুনের গোলার মতো স্মার্ট পোলা' হিসেবে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে।
ওয়াদুদ খান
১৬ নভেম্বর, ২০১৬
সদরপুর, ফরিদপুর
কবি ও কথাশিল্পী
লেখককের ফেসবুক পেজ পেতে ক্লিক করুন নিচের লিংকে:
'ওয়াদুদ খান'- এখানে
কবি ও কথাশিল্পী |
'ওয়াদুদ খান'- এখানে